৫০ কোটি টনেরও বেশি কয়লা রফতানির লক্ষ্য ইন্দোনেশিয়ার

প্রকাশ: ফেব্রুয়ারি ০৩, ২০২৩

বণিক বার্তা ডেস্ক

ইন্দোনেশিয়া চলতি বছর ৬৯ কোটি ৫০ হাজার টন কয়লা উত্তোলন করার পরিকল্পনা হাতে নিয়েছে। প্রত্যাশা করছে ৫০ কোটি টনেরও বেশি রফতানির। দেশটির জ্বালানি খনিজ সম্পদমন্ত্রী আরিফিন তাসরিফ সম্প্রতি তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয় জানায়, বছর কয়লা রফতানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫১ কোটি ৮০ লাখ টন। লক্ষ্যমাত্রা অর্জিত হলে এটি হবে রেকর্ড সর্বোচ্চ।

ইন্দোনেশিয়া গত বছরের শুরুর দিকে কয়লা রফতানি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল। ফলে অনেক প্রতিষ্ঠান লোকসানের আশঙ্কায় উত্তোলন বন্ধ করে দেয়। এছাড়া ভারি বৃষ্টিপাতেও উত্তোলন বাধাগ্রস্ত হয়েছিল। এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যায় উত্তোলন।

আরিফিন তাসরিফ বলেন, ২০২২ সালে ইন্দোনেশিয়ার কয়লা উত্তোলন লক্ষ্যমাত্রা ছিল ৬৬ কোটি ৩০ লাখ টন। লক্ষ্যমাত্রার বিরপীতে উত্তোলন করা হয় ৬৮ কোটি ৭০ লাখ টন। ওই বছর সব মিলিয়ে ৪৯ কোটি ৪০ হাজার টন রফতানি করা হয়েছিল।

বাজার পরামর্শক প্রতিষ্ঠান কেপলারের দেয়া তথ্যমতে, ভারত, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ফিলিপাইনে রফতানি বেড়েছে। তবে বড় বাজার চীনে কমেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫