এক বছরে রেকর্ড চুরি

উত্তর কোরিয়ার হ্যাকারদের হাতে ১৭০ কোটি ডলারের ক্রিপ্টো

প্রকাশ: ফেব্রুয়ারি ০২, ২০২৩

বণিক বার্তা অনলাইন

উত্তর কোরিয়া-সমর্থিত হ্যাকাররা গত বছর ১৭০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি করেছে। ব্লকচেইন বিশ্লেষক চেইন্যালাইসিসের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে বিবিসি।

দেশটির হ্যাকারদের ক্রিপ্টোকারেন্সি চুরির এই হার আগের বছরের চেয়ে প্রায় চারগুণ বেড়েছে। ২০২১ সালে এই অঙ্ক ছিল ৪২ কোটি ৯০ লাখ ডলার।

গত বছর ক্রিপ্টো হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হয়েছে ৩৮০ কোটি ডলার। যাকে ‘সর্বকালের সর্বোচ্চ ক্রিপ্টো হ্যাকিংয়ের বছর’ বলে অভিহিত করা হচ্ছে। এর মধ্যে ৪৪ শতাংশ ঘটনার সঙ্গেই উত্তর কোরিয়ার হ্যাকাররা যুক্ত।

বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে নিষেধাজ্ঞার শিকার দেশটির পরমাণু অস্ত্রে অর্থায়নের জন্য ক্রিপ্টো চুরির দিকে ঝুঁকছে।

চেইন্যালাইসিসের প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে উত্তর কোরিয়ার মোট রফতানি ছিল ১৪ কোটি ২০ লাখ ডলার মূল্যের পণ্য। তাই এটা বলার অপেক্ষা রাখে না যে ক্রিপ্টোকারেন্সি হ্যাকিং দেশের অর্থনীতির বড় একটি অংশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫