জানুয়ারিতে রেমিট্যান্স এল ১৯৫ কোটি ডলার

প্রকাশ: ফেব্রুয়ারি ০২, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

ডলারের তীব্র সংকটের মধ্যে জানুয়ারিতে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত মাসে প্রবাসীরা ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। ২০২২ সালের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭০ কোটি ৪৫ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের প্রথম মাসে রেমিট্যান্স প্রবাহ প্রায় ১৫ শতাংশ বেড়েছে। রেমিট্যান্সসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে।

২০২০-২১ অর্থবছরে কডিভ-১৯ সৃষ্ট বৈশ্বিক দুর্যোগের মধ্যে প্রবাসীরা রেকর্ড হাজার ৪৭৭ কোটি বা ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন। এরপর থেকে দেশের রেমিট্যান্স প্রবাহে ভাটা পড়ে। ২০২১-২১ অর্থবছরে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠান ২১ দশমিক শূন্য বিলিয়ন ডলার। এক্ষেত্রে রেমিট্যান্স প্রবাহ কমে ১৭ দশমিক ৮১ শতাংশ। চলতি ২০২২-২৩ অর্থবছরের শুরুর দিকে রেমিট্যন্স প্রবাহ কিছুটা বাড়লেও পরে সেটি ঝিমিয়ে পড়ে। তবে জানুয়ারিতে এসে রেমিট্যান্স প্রবাহে বড় প্রবৃদ্ধি এসেছে।

দেশের ব্যাংকগুলো এখন রেমিট্যান্স হাউজগুলোর কাছ থেকে ১০৭ টাকা দরে ডলার কিনছে। কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংকের ক্ষেত্রে দর নির্দিষ্ট করে দিয়েছে। তবে রেমিট্যান্স হাউজগুলোর কাছ থেকে ১০৭ টাকা দরে ডলার পাওয়া যাচ্ছে না। কারণে বেশির ভাগ ব্যাংকই বেশি দর দিয়ে রেমিট্যান্স সংগ্রহ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫