প্রথমার্ধে এপেক্স ফুটওয়্যারের আয় বেড়েছে ৪০ শতাংশ

প্রকাশ: ফেব্রুয়ারি ০২, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় আয় ও নিট মুনাফা দুটোই বেড়েছে। এর মধ্যে আয় বেড়েছে ৪০ শতাংশের বেশি। চামড়া খাতের কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর)  অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য এসেছে। 

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে এপেক্স ফুটওয়্যারের আয় হয়েছে ৮০১ কোটি ৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৬৬ কোটি ৯ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কাম্পানিটির আয় বেড়েছে ২৩৪ কোটি ৯৭ লাখ টাকা বা ৪১ দশমিক ৫১ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬ কোটি ৭৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ কোটি ৭৯ লাখ টাকা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫