বাংলাদেশ ব্যাংকে চট্টগ্রামের আঞ্চলিক প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা

প্রকাশ: ফেব্রুয়ারি ০১, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের উদ্যোগে গতকাল চট্টগ্রাম অঞ্চলের সব তফসিলি ব্যাংকের আঞ্চলিক প্রধানদের সঙ্গে বৈদেশিক বাণিজ্য ও আর্থিক খাতের শৃঙ্খলা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এলসি খোলার ক্ষেত্রে পণ্যের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে ভালোভাবে যাচাই করতে হবে।’ সেই সঙ্গে শেল ব্যাংকের সঙ্গে এলসি খোলা বন্ধ করা, রফতানিমূল্য দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা করা, হুন্ডি প্রতিরোধ এবং রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক প্রধানদের বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি। 

সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল আলম ও মোহাম্মদ সেলিম, অতিরিক্ত পরিচালক সোহরাব হোসেন, অসীম কুমার চৌধুরী, মোহাম্মদ মাহবুবুর রহমান। 

সভায় তফসিলি ব্যাংকগুলোর চট্টগ্রামের আঞ্চলিক প্রধানরা বর্তমান পরিস্থিতিতে সৃষ্ট সংকট নিরসনে মতামত ও ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং রোধে নানাবিধ প্রস্তাব তুলে ধরেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫