রাবিতে শেষ হলো বুনোফুলের ছবি প্রদর্শনী

প্রকাশ: জানুয়ারি ৩১, ২০২৩

বণিক বার্তা প্রতিনিধি, রাবি

পদতলে না রেখে বুকে টেনে নিই-এ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেষ হলো ১০১টি বুনোফুলের আলোকচিত্র প্রদর্শনী। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে  তিনদিনব্যাপী এ আয়োজন শেষ হয়। এর আগে গত ২৬ জানুয়ারি আব্দুল খলিল পন্ডিত ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। শেষ দিন প্রদর্শনী পরিদর্শন করেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

প্রদর্শনীতে স্থান পাওয়া ফুলের মধ্যে ছিল- ঝই ঘাস, শেয়াল কাঁটা, আনকারী, ঝুলি কাঁটা, গন্ধাপূর্ণা, ফোটকা, ফুলকুড়ি, স্বার্পঘাস, ম্রিংমেধা, মাজুস ফুল ইত্যাদি। এছাড়া প্রদর্শনীর আলোকচিত্রে প্রদর্শিত কোনো বুনোফুল কেউ এনে দিতে পারলে তার জন্য পুরস্কারেরও ব্যবস্থা ছিল।

প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলোর আলোকচিত্রী মোহনা ইসলাম মুগ্ধ। ২০১৭ সাল থেকে নিজের তোলা ছবি নিয়ে দেশ ও বিদেশের মাটিতে মোট সাতটি প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি।

আব্দুল খলিল পণ্ডিত ফাউন্ডেশনের প্রধান বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অব.) নজরুল ইসলাম বলেন, ‘‌ক্যাম্পাসে এমনও অনেক ফুল রয়েছে যেগুলো সচারাচর দেখা যায়না। ঘাসের মধ্যেও অনেক ফুল রয়েছে যা শিক্ষার্থীরা জানে না। এগুলোকে ক্যামারায় ধারণ করেই আমাদের এ আয়োজন। প্রদর্শনী আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫