এক মাসে মেট্রোরেলে আয় ২ কোটি ৪৬ লাখ টাকা

প্রকাশ: জানুয়ারি ৩১, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যিক চলাচল শুরুর পর থেকে গত ৩০ জানুয়ারি পর্যন্ত ঢাকার প্রথম মেট্রোরেলে ৩ লাখ ৩৫ হাজার যাত্রী ভ্রমণ করেছেন। যাত্রী পরিবহন বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আয় হয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা।
আজ মঙ্গলবার ঢাকার প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
গত বছরের ২৮ ডিসেম্বরের উত্তরা-মতিঝিল মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর পরদিন থেকে শুরু হয় যাত্রী  পরিবহন। বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত যাত্রী পরিবহন করা হচ্ছে। সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী মেট্রোরেল চলাচলের উদ্বোধন ঘোষণা করেন। তারপর ২৯ ডিসেম্বর থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হয়। এর মধ্যে চারদিন সাপ্তাহিক বন্ধ ছিল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫