নদীর বুকে বাহন এখন ইজিবাইক

প্রকাশ: জানুয়ারি ৩১, ২০২৩

যমুনায় জল নেই, যতদূর চোখ যায় ধু-ধু বালুচর। যেন বালির সমুদ্র। সে সমুদ্রের ওপর দিয়ে ছুটে চলে মানুষ। জেগেছে চর, সে চরে পথ নেই, ধু-ধু বালি পাড়ি দিয়েই ছুটে চলে সারিয়াকান্দির বাসিন্দারা। মানচিত্রহীন বালুপথেই যমুনা পাড়ের কৃষক, কর্মজীবী, শিক্ষার্থী চরাঞ্চলের বাসিন্দারা যাচ্ছে বিভিন্ন জেলায়। বালুপথ ধরেই কর্মের সন্ধানে তারা চলে যায় পাশের জেলা গাইবান্ধা, সিরাজগঞ্জ জামালপুরে। ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার পর থেকেই যমুনায় ব্যাপক হারে জেগে উঠছে চর। তবে পাঁচ বছর ধরে শুষ্ক মৌসুমে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাট ব্যবহারকারীদের দুর্ভোগ সীমাহীন। বর্ষাকালে ঘাট পয়েন্ট থেকে শতাধিক এলাকার উদ্দেশে নৌকা চললেও শুষ্ক মৌসুমে নৌযান  ভেড়ে আড়াই-তিন কিলোমিটার দূরে। ফলে দুর্গম বালুপথে হেঁটে, ঘোড়ার গাড়িতে কিংবা ব্যাটারিচালিত ইজিবাইকেই চলতে হয় তাদের। চাষকৃত ফসল বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার বাহন হিসেবে ইজিবাইকই ভরসা চরাঞ্চলের চাষীদের


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫