চট্টগ্রামে প্রকৌশলীর ওপর হামলা

গ্রেফতার চারজন কারাগারে বিভিন্ন স্থানে প্রতিবাদ

প্রকাশ: জানুয়ারি ৩১, ২০২৩

বণিক বার্তা ডেস্ক

চট্টগ্রাম নগরের টাইগারপাসে রোববার বিকালে সিটি করপোরেশনের (চসিক) অস্থায়ী কার্যালয় ভবনের চার তলায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানীর কক্ষে প্রবেশ করে সন্ত্রাসীরা তার ওপর হামলা । এ ঘটনায় ওই রাতেই নগরীর খুলশী থানায় চসিকের নিরাপত্তা কর্মকর্তা কামাল উদ্দিন বাদী হয়ে মামলা করেন। মামলার পর সঞ্জয় ভৌমিক ওরফে কংকন, সুভাষ মজুমদার, নাজমুল হাসান ফিরোজ ও মাহমুদ উল্লাহ নামের চারজনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে এ হামলার প্রতিবাদে গতকাল বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রতিিনধিদের পাঠানো খবর—

যশোর: জেলা কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলজিইডির যশোরের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী প্রকৌশলী সানাউল হক, সহকারী প্রকৌশলী প্রত্যাশা চাকমা, সহকারী প্রকৌশলী মীর মনিরুজ্জামান, মনিরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী এনামুল হক, মনিরুল হাসান, হিসাবরক্ষক আমিরুল ইসলাম প্রমুখ।

রাজবাড়ী: গতকাল বিকালে জেলা এলজিইডি কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ হোসেন বক্তৃতা করেন। 

জয়পুরহাট: নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেনের তত্ত্বাবধানে মানববন্ধন কর্মসূচিতে  উপস্থিত ছিলেন  সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মতিন, সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, আক্কেলপুর উপজেলা প্রকৌশলী রকিব হাসান প্রমুখ।

পটুয়াখালী: মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন এলজিইডি পটুয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক মহির উদ্দিন শেখ, পটুয়াখালী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. নুর-উস-সামস, সিনিয়র সহকারী প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস প্রমুখ।

বাগেরহাট: মানববন্ধনে বক্তব্য দেন এলজিইডি বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী জ্যোতির্ময় মোহান্ত, বাগেরহাট সদর উপজেলা প্রকৌশলী নির্মল কুমার কুন্ডু, প্রকৌশলী  সাইদুর রহমান,  আলতাফ হোসেন, কৌশিক বালা প্রমুখ।

পঞ্চগড়: মানববন্ধনে এলজিইডি পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী সামসুজ্জামান সুধা, সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ প্রমুখ বক্তব্য দেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫