প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ৩১ প্রকল্প উদ্বোধন ও ভিত্তি স্থাপন

প্রকাশ: জানুয়ারি ২৮, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী জেলা ও নগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। রোববার (২৯ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওই জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে। 

পাঁচ বছর পর রাজশাহী সফরে প্রধানমন্ত্রী ২৫টির উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন, এছাড়া ভিত্তি স্থাপন করবেন আরো ৬টি প্রকল্পের। সবমিলে ৩১টি প্রকল্পের মোট ব্যয় ১ হাজার ৩১৬ কোটি ৯ লাখ ৬৭ হাজার টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোববার সকাল ১০টায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। বিকেলে তিনি রাজশাহী নগরের মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেবেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫