পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজন

দেশী পিঠা খেয়ে মুগ্ধ হলেন বিদেশী কূটনীতিকরা

প্রকাশ: জানুয়ারি ২৮, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

ঢাকাস্থ বিদেশী কূটনীতিকদের জন্য পিঠা উৎসব আয়োজন করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এ পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশের গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে বিদেশি কূটনীতিকদের পরিচয় করিয়ে দিতে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী এসব পিঠা উপভোগের জন্য অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্বাগত জানান।

পিঠা উৎসবে বিদেশী অতিথিরা বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ নিয়ে মুগ্ধ হন এবং বাংলাদেশী খাবারের প্রশংসা করেন। অনুষ্ঠানে ঢাকাস্থ বিদেশী কূটনীতিক, বাংলাদেশের সংসদ সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫