৩২১টি ট্যাঙ্কের প্রতিশ্রুতি পেল ইউক্রেন

প্রকাশ: জানুয়ারি ২৮, ২০২৩

বণিক বার্তা অনলাইন

পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে তিন শতাধিক ট্যাঙ্ক সরবরাহ করবে। গতকাল ‍শুক্রবার (২৭ জানুয়ারি) ফ্রান্সে এই তথ্য দেন ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম ওমেলচেঙ্কো। খবর সিএনএন।

টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আজ পর্যন্ত অনেক দেশ আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে ৩২১টি ভারী ট্যাঙ্ক সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছে।

কোন কোন দেশ ট্যাঙ্ক সরবরাহ করবে বা কোন মডেল দেবে তা উল্লেখ করেননি রাষ্ট্রদূত।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ৩১টি এম১ আব্রামস ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতির পর জার্মানি ১৪টি লেপার্ড২ এ৬ পাঠাতে সম্মত হয়। এর আগে যুক্তরাজ্য ১৪টি চ্যালেঞ্জার২ ট্যাঙ্কের প্রতিশ্রুতি দেয়। এছাড়া পোল্যান্ডও কিছু লেপার্ড ২এস দেয়ার কথা বলেছে।

এদিকে রুশ মিত্র উত্তর কোরিয়ার অভিযোগ, ইউক্রেনে ট্যাঙ্ক পাঠিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ‘চূড়ান্ত সীমা অতিক্রম করছে’। এদিনই ওমেলচেঙ্কোর সাক্ষাত্কারে ৩২১টি ট্যাঙ্কের কথা জানা যায়।

গতকাল এক বিবৃতিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, রাশিয়াকে ধ্বংস করার জন্য ‘প্রক্সি ওয়ারের’ ক্ষেত্র বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। কিয়েভকে যুদ্ধাস্ত্র দেয়ার মাধ্যমে ‘শান্তি ও আঞ্চলিক নিরাপত্তাকে ধ্বংসের’ অভিযোগ আনেন।

অবশ্য প্রতিশ্রুত ট্যাঙ্ক কখন ইউক্রেনে পৌঁছাবে তা এখনো স্পষ্ট নয়।

সপ্তাহ খানেক আগে বিবিসি জানায়, যুদ্ধে জেতার জন্য ইউক্রেনের কাছে পর্যাপ্ত ট্যাঙ্ক নেই। তাদের প্রধান যুদ্ধ ট্যাঙ্কের নাম টি-৭২। এগুলো ৩০ বছরেরও বেশি সময় আগের। এ কারণে ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছে ৩০০টির মতো আধুনিক ট্যাঙ্ক চায়।

যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেন পশ্চিমাদের কাছে আধুনিক যুদ্ধবিমান সরবরাহের দাবি জানিয়ে আসছে। তবে এ বিষয়ে তারা সাড়া পায়নি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫