ফেনীতে জামায়াত কার্যালয় থেকে ১২ নেতাকর্মী আটক

প্রকাশ: জানুয়ারি ২৮, ২০২৩

বণিক বার্তা প্রতিনিধি, ফেনী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১২ নেতাকর্মীকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। আজ শনিবার (২৮ জানুয়ারি) সকালে জেলা জামায়াতের কার্যালয়ে একটি বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে।

পুলিশ বলছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে’ সকালে ফেনী শহরের শান্তি কোম্পানি এলাকাস্থ জেলা জামায়াতের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় ‘নাশকতার পরিকল্পনাকালে’ ১২ জনকে আটক করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, ‘আটক ব্যক্তিরা ওই কার্যালয়ে বসে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।’

এদিকে ফেনী জেলা জামায়াতের আমীর মাস্টার শামসুদ্দীন পুলিশের দেয়া বক্তব্যের প্রতিবাদ করে জানান, সেখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি অবহিতকরণ সভা ছিল। নাশকতার পরিকল্পনায় সভার অভিযোগ ‘কাল্পনিক ও বানোয়াট’।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫