জেরুজালেমে সিনাগগে হামলা, নিহত ৭

প্রকাশ: জানুয়ারি ২৮, ২০২৩

বণিক বার্তা অনলাইন

পূর্ব জেরুজালেমে ইহুদিদের এক সিনাগগে (প্রার্থনালয়) বন্দুকধারীর হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। রয়টার্সের খবরে বলা হয়েছে, বন্দুকধারী ফিলিস্তিনি ছিলেন।

পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) রাত প্রায় সোয়া ৮টার দিকে এক বন্দুকধারী সিনাগগটিতে ঢুকে গুলিবর্ষণ শুরু করে। এতে এ হতাহতের ঘটনা ঘটে। পরে পুলিশ ওই বন্দকধারীকে হত্যা করে।

ইসরায়েলের পুলিশ এ হামলাকে ‘সন্ত্রাসী ঘটনা’ বলে উল্লেখ করেছে। তাৎক্ষণিক কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

এর আগে গত বৃহস্পতিবার  ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত নয় ফিলিস্তিনির মৃত্যু হয়। এর একদিন পর সিনাগগগে এই হামলার ঘটনা ঘটল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫