ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ভবনের নিচে মিলল ৬৮ রাউন্ড গুলি

প্রকাশ: জানুয়ারি ২৮, ২০২৩

বণিক বার্তা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি স্কুল ভবনের নিচে পাওয়া গেছে রাইফেলের ৬৮ রাউন্ড গুলি। 

গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার সময় এই গুলিগুলোর সন্ধান পাওয়া যায়।  

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ জানান, কাজলিয়া প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবন ভেঙে সেখানে নতুন ভবন নির্মাণ করা হবে। শুক্রবার সকালে ভবনটি ভাঙার সময় মাটির নিচে রাইফেলের ৬৮ রাউন্ড গুলি পাওয়া যায়। তবে দীর্ঘদিন আগের হওয়ায় সেগুলোতে মরিচা পড়ে গেছে। 

স্থানীয় মুক্তিযোদ্ধাদের বরাত দিয়ে তিনি আরো জানান, এই স্কুলে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা থাকতেন। এ থেকে ধারণা করা হচ্ছে, এই গুলিগুলো সেই সময়ের।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫