ঢাকায় তৃতীয় গ্লোবাল চেঞ্জ মেকারস সম্মেলন

প্রকাশ: জানুয়ারি ২৮, ২০২৩

ঢাকায় তৃতীয় গ্লোবাল চেঞ্জ মেকারস সামিট অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানী ঢাকার একটি হোটেলে সামিট অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সংগঠন এইচ অ্যান্ড এইচ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, ভারতের সংগঠন প্রজেক্ট ১০০ এবং হিউম্যান হারমোনি নেপালের সমন্বয়ে সম্মেলনটি আয়োজন করা হয়েছে। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কার্যক্রম বিশেষ অবদান রেখেছেন বিভিন্ন ক্যাটাগরি যেমন তরুণ, বিশেষ ব্যক্তিত্ব, সামাজিক উন্নয়ন উদ্যোক্তা প্রতিষ্ঠান, নারী উদ্যোক্তাসহ মোট ৩২ জনকে পুরস্কৃত করা হয়েছে।

এইচ অ্যান্ড এইচ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এম সাফাক হোসেনের পরিচালনায়, ইয়াসভীষ, নামিতা ঘিমির সুরাজ গাইওয়দের সঞ্চালনায় রুজানা সামদানীর উপস্থাপনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, গেস্ট অব অনার হিসেবে ছিলেন কসোভো দূতাবাসের রাষ্ট্রদূত গুনের উরিয়া, ডেপুটি চিফ অব মিশন লালিতা সিলওয়াল, ব্রুনেই দূতাবাস হাইকমিশনার হাজি বিন ওথমান, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।

সম্মেলনে বাংলাদেশ থেকে প্রধান বক্তা ছিলেন পরিবেশ বিশেষজ্ঞ ডা. আইনুন নিশাত, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ডা. তানভীর আহমেদ খান, তরুণ বক্তাদের মধ্যে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডধারী বাংলাদেশের প্রথম মুসলিম নারী সোলো ট্রাভেলর কাজী আসমা আজমেরী উদ্যোক্তা রেবেকা সুলতানা বিন্তি। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫