শ্রীলংকায় চা উৎপাদন ২৬ বছরের সর্বনিম্নে

প্রকাশ: জানুয়ারি ২৮, ২০২৩

বণিক বার্তা ডেস্ক

শ্রীলংকায় ২০২২ সালে চা উৎপাদন কমে ২৬ বছরের সর্বনিম্নে নেমেছে। তীব্র সার সংকটের কারণে উৎপাদনে এমন ধস নেমেছে। মোট উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ কোটি ১৫ লাখ কেজিতে। খবর ইকোনমি নেক্সট।

শ্রীলংকার সরকারি মেডিকেল অফিসারস অ্যাসোসিয়েশনের পরামর্শে সার আমদানি বন্ধ করা হয়েছে। কারণ হিসেবে অর্গানিক খাদ্যোৎপাদন আমদানি ব্যয় কমানোর কথা বলা হচ্ছে। ফলে দেশটির প্রধান রফতানি আয়ের উৎস চা উৎপাদন খাত বিপর্যয়ের মুখে পড়েছে।

শ্রীলংকান চা বোর্ডের দেয়া তথ্যমতে, গত বছর চা উৎপাদন ২০২১ সালের তুলনায় ১৬ শতাংশ বা কোটি ৮০ লাখ কেজি কমেছে। ১৯৯৫ সালের পর এটি সর্বনিম্ন উৎপাদন। ওই বছর উৎপাদন হয়েছিল ২৪ কোটি ৬০ লাখ কেজি।

সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত বাগানগুলো থেকে উৎপাদন হয়েছে কোটি ৬৩ লাখ কেজি। ২০২১ সালের তুলনায় উৎপাদন কমেছে ৯০ লাখ কেজি। মাঝারি উচ্চতার বাগানগুলো থেকে কোটি লাখ কেজি উৎপাদন হয়েছে। আগের বছর উৎপাদনের পরিমাণ ছিল কোটি ১০ লাখ কেজি।

অন্যদিকে নিম্ন উচ্চতার বাগানগুলোয় উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৫০ লাখ কেজিতে, আগের বছরের তুলনায় যা কোটি ৮০ লাখ কেজি বা ১৫ শতাংশ কম। মোট উৎপাদন কমে যাওয়ার পেছনে এটিই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫