রোহিঙ্গা প্রত্যাবাসনে ওআইসির সহযোগিতা চায় বাংলাদেশ

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা শরণার্থীদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে ওআইসির সহযোগিতা চাইলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার।


আলজেরিয়ায় অনুষ্ঠিত পিইউআইসির ৪৮তম নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি হয়ে সংস্থাটির সহযোগিতা কামনা করেন তিনি।


ওই সভায় বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন শহীদুজ্জামান সরকার। আজ শুক্রবার (২৭ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় শহীদুজ্জামান সরকার পৃথকভাবে রোহিঙ্গা ইস্যুতে পিইউআইসির সেক্রেটারি জেনারেলের সঙ্গেও কথা বলেন। সেখানে তার সঙ্গে ছিলেন বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্য আবু রেজা মুহাম্মদ নিজামউদ্দিন এবং এস এম শাহজাদা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫