চতুর্থ প্রান্তিকে ৬৬ কোটি ডলার লোকসান বোয়িংয়ের

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২৩

বণিক বার্তা ডেস্ক

২০২২ সালের চতুর্থ প্রান্তিকে ৬৬ কোটি ৩০ লাখ ডলার লোকসান গুনেছে বোয়িং। সরবরাহ চেইন সংকট উৎপাদন ব্যয় বৃদ্ধিতে বড় অংকের লোকসান গুনেছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম উড়োজাহাজ সংস্থাটি। খবর দ্য ন্যাশনাল।

বুধবার এক বিবৃতিতে বোয়িং জানায়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে তাদের আয় ৩৫ শতাংশ বেড়ে হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। বোয়িং ৭৩৭ ৭৮৭-এর চাহিদায় ভর করে বাণিজ্যিক উড়োজাহাজ বিভাগ থেকে বোয়িংয়ের আয় হয়েছে ৯২০ কোটি ডলার, যা গত বছরের একই প্রান্তিকের চেয়ে ৯৪ শতাংশ বেড়েছে।

গত প্রান্তিকে ১৫২টি উড়োজাহাজ ডেলিভারি দিয়েছে বোয়িং। ব্যাকলগে থাকা হাজার ৫০০ উড়োজাহাজের বাজার মূল্য ৩৩ হাজার কোটি ডলার। 

কোম্পানিটি আরো জানায়, ৭৩৭ নির্মাণ স্থিতিশীল হচ্ছে এবং প্রতি মাসে ৩১ ইউনিট নির্মাণ হচ্ছে। ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে মাসে ৫০টি ৭৩৭ নির্মাণের লক্ষমাত্রা বোয়িংয়ের।

চতুর্থ প্রান্তিকে প্রতিরক্ষা, মহাকাশ নিরাপত্তা ইউনিট থেকে বোয়িংয়ের আয় শতাংশ বেড়ে ৬২০ কোটি ডলারে দাঁড়িয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫