গত বছর ৪১ লাখ অতিথি পেয়েছে আবুধাবির হোটেলগুলো

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২৩

গত বছর আবুধাবির হোটেলগুলো ৪১ লাখ অতিথিকে স্বাগত জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রদেশটিতে অতিথি আগমন ২০২১ থেকে বেড়েছে ২৪ শতাংশ। আবুধাবির সংস্কৃতি পর্যটন মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ২০২২ সালে আবুধাবির হোটেলগুলোয় বুকিংয়ের হার ছিল ৭০ শতাংশ। ২০২১ সালের তুলনায় যা শূন্য দশমিক শতাংশ বেড়েছে। অতিথিরা গড়ে তিন রাত অবস্থান করেছেন। এসব ভাড়াকৃত কক্ষ থেকে গড়ে ২৬৩ দিরহাম আয় হয়েছে, যা আগের তুলনায় ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। হোটেলগুলোর আয় ২০২১ সালের তুলনায় ২৩ শতাংশ বেড়ে ৫৪০ কোটি দিরহামে দাঁড়িয়েছে। গত বছর রাজধানীর হোটেলের অতিথিদের মধ্যে ইউএই নাগরিকদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। মোট অতিথিদের মধ্যে ২৯ শতাংশ ছিল ইউএইর। প্রবাসী অতিথিদের মধ্যে ভারতীয় ছিল ১২ শতাংশ। এছাড়া ব্রিটেন, মিসর, ফিলিপাইন সৌদি আরবপ্রত্যেকেরই নাগরিক ছিল শতাংশ করে। -খালিজ টাইমস।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫