তীব্র ঠান্ডায় আফগানিস্তানে ১৫৭ জনের মৃত্যু

প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২৩

বণিক বার্তা অনলাইন

গড় আবহাওয়ার চেয়ে চলতি বছর আফগানিস্তানে তীব্র শীত অনুভূত হচ্ছে। এ পরিস্থিতিতে কমপক্ষে ১৫৭ জন মারা গেছে বলে গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) একজন তালেবান কর্মকর্তা জানিয়েছেন। খবর সিএনএন।

ওই কর্মকর্তা বলেন, মৃত্যুর সংখ্যা এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিগুণ হয়েছে। ন্যূনতম মানবিক সহায়তাহীন লাখ লাখ মানুষ তিক্ত পরিস্থিতির মোকাবেলা করছে।

জানুয়ারির শুরুতে তাপমাত্রা মাইনাস ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ায় দেশটি সবচেয়ে ঠান্ডা শীত মৌসুম দেখেছে। সাধারণত এই সময়ে তাপমাত্রা শূন্য থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে।

এদিকে নারী এনজিও কর্মীদের ওপর তালেবানদের সাম্প্রতিক নিষেধাজ্ঞা মানবিক সহায়তা বিতরণে প্রভাব ফেলেছে।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা ইউএনওসিএইচএ গত ২২ জানুয়ারি টুইটারে জানায়, প্রায় ৫ লাখ ৬৫ হাজার ৭০০ জনকে কম্বল ও আশ্রয় নেয়ার মতো সাহায্য দেয়া হয়েছে।

তালেবানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমি গতকাল বলেন, সারা দেশে প্রায় ৭০ হাজার গবাদি পশু ঠান্ডায় জমে মারা গেছে।

২০২১ সালের আগস্টে তালেবানরা ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তান অর্থনৈতিক ও মানবিক সংকটে বাড়ে। সাহায্য কমার পাশাপাশি বিদেশে থাকা অর্থ ও সম্পদ জব্দ করায় দেশটির অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ে। এর মাঝে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি আরও শোচনীয় করে তুলেছে।

ইউএনওসিএইচএ-র সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, আফগানিস্তানের জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশ অর্থাৎ আনুমানিক ২ কোটি ৮৩ লাখ মানুষের বেঁচে থাকার জন্য জরুরি মানবিক সাহায্য প্রয়োজন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫