প্রসেনজিতের সঙ্গে সিয়াম

প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২৩

ফিচার প্রতিবেদক

দেশের অনেক তারকাই দেশের সীমানা ছাড়িয়ে অভিনয় করছেন। এ তালিকায় যুক্ত হতে যাচ্ছেন সিয়াম আহমেদও। দেশে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। ২০ জানুয়ারি মুক্তি পেয়েছে সিয়াম ও পরিমনি অভিনীত শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। আবু রায়হান জুয়েল পরিচালিত এ সিনেমার প্রচারকাজে একাই দেখা গিয়েছে পরিমনিকে। কারণ সিয়াম আহমেদ রয়েছেন কলকাতায় আসন্ন সিনেমার শুটিং করতে। তবে সশরীরে নতুন সিনেমার প্রচারে না থাকলেও অ্যাডভেঞ্চার অব সুন্দরবন প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব রয়েছেন এ অভিনেতা।

সোমবার কলকাতা থেকে একটি ভিডিও বার্তা পোস্ট করে নতুন চমক দিলেন সিয়াম। সিয়ামের সঙ্গে ছিলেন কলকাতার জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন প্রসেনজিৎ। 

সিয়ামের সঙ্গে ভিডিও বার্তায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘‌নতুন বছরে সবাই খুব ভালো আছেন নিশ্চয়। আমি খুব খুশি সিয়ামের নতুন ছবি মুক্তি পেয়েছে, যেটা বিশেষ করে বাচ্চাদের জন্য—অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। অবশ্যই গল্পটা বহু বছর আগে আমাদের পড়া। সেটা ওরা সিনেমা করেছে। তোমরা সবাই হলে চলে যাও।’

প্রসেনজিৎ আরো বলেন, ‘‌আমিও দুই বছর অন্তর কাকাবাবু করি বাচ্চাদের জন্য। আসলে বাচ্চাদের জন্য ছবি কম হয়। সবাই হলে গিয়ে বাচ্চাদের নিয়ে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন দেখো। আমিও অপেক্ষায় থাকব, সিনেমাটা আমাকে দিলে আমি দেখব। সবাই ভালো থেকো সুস্থ থেকো।’

একই বার্তায় সিয়াম জানান, তাদের দুজনের সিনেমা আসছে সামনে। এ নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘‌তোমরা নিশ্চয় জানো, আমরা দুজনে মিলে একটা ছবি করছি। আজ আমাদের শুটিং চলছে। এরপর ফেব্রুয়ারিতে আমরা আবার শুটিং করব। আমাদের জন্য সবাই আশীর্বাদ-দোয়া রাখবেন।’

টলিউডের সায়ন্তন ঘোষাল পরিচালিত সিনেমায় একসঙ্গে দেখা যাবে প্রসেনজিৎ ও সিয়ামকে। সিনেমাটির প্রাথমিক নাম ‘প্রতিপক্ষ’। এ সিনেমার শুটিং করতে কলকাতায় আছেন সিয়াম আহমেদ। এতে আরো অভিনয় করছেন শ্রাবন্তী চ্যাটার্জি ও আয়ুষী তালুকদার প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫