অনুরাগ কাশ্যপকে ‘‌মিথ্যুক’ বললেন অভয় দেওল

প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২৩

ফিচার ডেস্ক

নেটফ্লিক্সের সাম্প্রতিক সিরিজ ‘‌ট্রায়াল বাই ফায়ার’ দিয়ে আলোচনায় আছেন অভয় দেওল। তবে তার দিকে আঙুল তুলেছেন অনুরাগ কাশ্যপ। ২০০৯ সালে ‘‌দেব ডি’ সিনেমায় অভিনয় করার সময় তার নিকট অভয় দেওল ফাইভ-স্টার সেবা দাবি করেছিলেন বলে অভিযোগ করেন তিনি। অবশেষে এ প্রসঙ্গে মুখ খুললেন অভয়। এ অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট বলে দাবি করেন তিনি। মিড-ডেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে কথা বলেন। 

অভয় বলেন, ‘‌অনুরাগ প্রকাশ্যে আমার ব্যাপারে মিথ্যাচার করেছে। একটি মিথ্যা ছিল এই যে দেব ডির শুটিংয়ের সময় আমি ফাইভ-স্টার হোটেলের রুম দাবি করেছি। প্রকৃত ঘটনা হলো সে নিজেই আমার কাছে এসে বলেছিল, ‘‌‌শোনো, তুমি আমাদের সঙ্গে থাকতে পারবে না। তুমি একজন দেওল। তাই আমি তোমাকে একটি হোটেল রুমে রাখতে চাই। সে আমাকে এ প্রস্তাব দিয়েছিল। অথচ সে প্রেসকে বলল যে আমি এটি দাবি করেছি!’ 

অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজ করে শিক্ষা হয়ে গেছে বলে দাবি করেন অভয় দেওল। তিনি বলেন, ‘‌আমি স্রেফ তাকে এড়িয়ে গিয়েছিলাম। কারণ, আমার জীবনে দূষিত মানুষের প্রয়োজন নেই। জীবন খুবই সংক্ষিপ্ত। আরো অনেক কিছু করার আছে। কিন্তু সে নিশ্চিত একজন মিথ্যুক ও দূষিত ব্যক্তি। আর তাই আমি মানুষকে তার ব্যাপারে সচেতন করতে চাই।’

এর আগে এক সাক্ষাৎকারে অনুরাগ তাকে সমস্যাজনক বলে দাবি করে জানান, একজন দেওল হিসেবে অভয় তার নিকট ফাইভ-স্টার সেবা দাবি করেনি। অভিনেতা হিসেবেই করেছে। তিনি বলেন, ‘সে আর্টিস্টিক সিনেমায় অভিনয় করতে চেয়েছিল, অথচ মূলধারার সুবিধা দাবি করেছিল। দেওল হিসেবে সব সুবিধা ও বিলাসিতা নিয়ে সে একটি ফাইভ-স্টার হোটেলে থাকত। অথচ সম্পূর্ণ ইউনিট পাহাড়গঞ্জে ছিল। কারণ সিনেমার বাজেট ছিল খুবই কম। তার এমন আচরণের কারণে অনেক পরিচালক তার থেকে ছুটে গেছে।’

কার কথা সত্য, তা বের করা মুশকিল। কিন্তু অভয় দেওলের বিধ্বংসী প্রতিক্রিয়ায় এটি পরিষ্কার যে তিনি অনুরাগের সঙ্গে সম্পর্ক আর নবায়ন করবেন না। তিনি আজীবন তার থেকে দূরে থাকার সিদ্ধান্তই নিয়েছেন। অনুরাগ কি অভয়ের এ পাল্টা অভিযোগের জবাব দেবেন? দেখা যাক। 


সূত্র: বলিউড হাঙ্গামা


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫