কনজিউমার গুডস শো অ্যাম্বিয়েন্তে অংশ নিচ্ছে বাংলাদেশী ৫৫ প্রতিষ্ঠান

প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের সবচেয়ে বড় কনজিউমার গুডস প্রদর্শনী অ্যাম্বিয়েন্তে। আগামী - ফেব্রুয়ারি জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্যারাগন সিরামিক, শাইনপুকুর, পিপলস সিরামিক, মুন্নু সিরামিক, সান ট্রেড, আরএফএল প্লাস্টিকসহ বাংলাদেশের মোট ৫৫টি প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্যাভিলিয়নের অধীনে প্রকৃতি, সৈয়দপুর এন্টারপ্রাইজ, আর্টিসান হাউজ অ্যাসিক্স বিডি অংশগ্রহণ করছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো বিশ্বের বৃহত্তম কনজিউমার মেলায় ক্ষুদ্র মাঝারি রফতানিকারকদের পণ্য প্রদর্শনের সুযোগ করে দেয়ার পাশাপাশি হস্তশিল্প, অলংকার সামগ্রী এবং রান্নাঘরের জিনিসপত্রের রফতানি বাড়াতে স্টলে ভর্তুকিও দিচ্ছে। বাংলাদেশ তিন দশকেরও বেশি সময় ধরে অ্যাম্বিয়েন্তেতে প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। মেলা থেকে পাট হস্তশিল্পের মতো বেশকিছু শিল্প গড়ে উঠেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫