শেয়ার বেচবেন এসবিএসি ব্যাংকের দুই উদ্যোক্তা

প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের দুই উদ্যোক্তা মিজানুর রহমান শামসুন নাহার রহমান ব্যাংকটির মোট ৬৯ লাখ ৩৮ হাজার ৪১৯টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন দুই উদ্যোক্তা। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, এসবিএসি ব্যাংক উদ্যোক্তা মিজানুর রহমানের কাছে বর্তমানে ব্যাংকটির মোট ৩৬ লাখ ৫৬ হাজার ২৬৩টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে ৩৫ লাখ ৫৬ হাজার ২৬৩টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি। অন্যদিকে অন্য উদ্যোক্তা পরিচালক শামসুন নাহার রহমানের কাছে বর্তমানে ব্যাংকটির ৩৪ লাখ ৮২ হাজার ১৫৬টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে ৩৩ লাখ ৮২ হাজার ১৫৬টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংকের বর্তমানে অনুমোদিত মূলধন হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮১৬ কোটি লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১১৪ কোটি ৬৪ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৮১ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৩৩৮। এর মধ্যে ৭০ দশমিক ৮৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৪ দশমিক ৭৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বাকি ১৪ দশমিক ৩৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫