জাপানের ইস্পাত উৎপাদন ৭.৪% কমেছে

প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২৩

বণিক বার্তা ডেস্ক

বিশ্বের তৃতীয় শীর্ষ ইস্পাত উৎপাদক দেশ জাপান। গত বছর দেশটিতে অপরিশোধিত ইস্পাতের উৎপাদন দশমিক শতাংশ কমেছে। গাড়ি উৎপাদন শ্লথ পুনরুদ্ধার দুর্বল রফতানি চাহিদার কারণে বিগলন প্রতিষ্ঠানগুলোয় উৎপাদন বাড়ায়নি। খবর বিজনেস রেকর্ডার।

জাপান আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশনের তথ্যমতে, ২০২২ সালে জাপানে কোটি ৯২ লাখ ৩০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। দুই বছরে প্রথমবারের মতো বার্ষিক উৎপাদন কমেছে।

দেশটির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোয় চিপ সংকটে বছরজুড়ে অব্যাহত উৎপাদন লক্ষ্যমাত্রা কমিয়েছে। ফলে ধস নেমেছে ইস্পাতের চাহিদায়। বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইস্পাত উৎপাদনে বড় ধস নামে। সময় কোটি ১৪ লাখ ২০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়, যা এর আগের প্রান্তিকের তুলনায় ১১ দশমিক শতাংশ কম।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫