সীমিত পরিসরে দর্শনার্থীদের উন্মুক্ত হচ্ছে বঙ্গভবন

প্রকাশ: জানুয়ারি ২৪, ২০২৩

বণিক বার্তা অনলাইন

দর্শনার্থীদের জন্য সীমিত পরিসরে বঙ্গভবন উন্মুক্ত হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে বঙ্গভবনে তোশাখানা জাদুঘরের উদ্বোধনকালে রাষ্ট্রপতি এ তথ্য জানান।

তোশাখানা জাদুঘর উদ্বোধনকালে রাষ্ট্রপতি জানান, দেশী-বিদেশী দর্শনার্থীদের জন্য এটি সীমিত পরিসরে উন্মুক্ত থাকবে। আবার বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনেও যেন যে কেউ তোশাখানাটি দেখতে পারে এবং বঙ্গভবন সম্পর্কে জানতে পারে সে উদ্যোগও নেয়া হয়েছে।

রাষ্ট্রপতি আশা করেন, বঙ্গভবনের ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে তোশাখানা জাদুঘরের বিভিন্ন কক্ষের স্থাপনাসমূহ ঘুরে দেখেন রাষ্ট্রপতি। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের কাছ থেকে পাওয়া উপহার সামগ্রী ও ঐতিহাসিক বিভিন্ন ছবি সংরক্ষিত রয়েছে।

এর আগে রাষ্ট্রপতি সংস্কারকৃত এয়ার রেইড শেল্টার হাউজের উদ্বোধন করেন এবং এর বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি কার শেডও পরিদর্শন করেন। কার শেডে ১৯৮৮ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত রাষ্ট্রপ্রধানদের ব্যবহৃত বিভিন্ন গাড়ি প্রদর্শন করা হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫