ওয়াশিংটন পোস্ট বেচে ফুটবল ক্লাব কিনছেন বেজোস!

প্রকাশ: জানুয়ারি ২৪, ২০২৩

বণিক বার্তা অনলাইন

অ্যামাজনের প্রতিষ্ঠাতা ধনকুবের জেফ বেজোস ওয়াশিংটন পোস্টের মালিকানার জন্য ২০১৩ সালে খরচ করেন ২৫ কোটি ডলার। এখন ওয়াশিংটন কমান্ডার্স নামে ফুটবল দল কেনার জন্য সংবাদমাধ্যমটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে জানানো হয়েছে এমন তথ্য।

এদিকে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে ‘সংবাদমাধ্যমটির একজন নিয়ন্ত্রক’ বলা হলেও তারা ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি। তবে জেফ বেজোসের মুখপাত্ররা জানিয়েছেন, ওয়াশিংটন পোস্ট বিক্রি করা হবে না।

বেজোস আগেই অসংখ্যবার বলেছেন, কোনো সংবাদমাধ্যমের মালিক হওয়া তার লক্ষ্য ছিল না। কিন্তু বিভিন্ন কারণে শেষপর্যন্ত ওয়াশিংটন পোস্ট কিনেছিলেন তিনি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫