সীমান্তে হত্যা বন্ধে ভারত সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রীর তাগিদ

প্রকাশ: জানুয়ারি ২৪, ২০২৩

বণিক বার্তা প্রতিনিধি, লালমনিরহাট

সীমান্তে হত্যা বন্ধে ভারত সরকারকে প্রতিশ্রুতি রক্ষার তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘এ বিষয়ে উভয় পক্ষে আলোচনা চলছে। তারা বলেছে, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে না। তবুও মাঝেমধ্যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশী নিহতের ঘটনা ঘটছে। আমরা আশা করি ভারত সরকার তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবে।’

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১৩ এর উদ্যোগে লালমনিরহাটের হাতীবান্ধার গড্ডিমারী ইউনিয়নের তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন সীমান্তে অনেক বীর মুক্তিযোদ্ধা মারা গিয়েছিলেন। ওই সময়ে ভারতের মাটিতে যেসব শহীদ বীর মুক্তিযোদ্ধাকে কবর দেয়া হয়েছিল। সে সকল শহীদ মুক্তিযোদ্ধার কবর শনাক্ত করে দেশের মাটিতে ফিরিয়ে আনবে সরকার।’ 

র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক আরাফাত ইসলামের সভাপতিত্বে শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার হোসেন, র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কামরুল হাসান, লালমনিরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক টিএমএ মোমিন, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫