পাঠ্যবই বিশ্লেষণে দুটি বিশেষ কমিটি গঠন

প্রকাশ: জানুয়ারি ২৪, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

পাঠ্যবই বিশ্লেষণে দুটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘সব পাঠ্যবই পুনঃবিচার, বিশ্লেষণ করে দেখতে দুটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বইয়ে ইচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি, গাফিলতি কোথাও পরিলক্ষিত হলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

কমিটির সদস্যদের নাম আগামী রোববার (২৯ জানুয়ারি) জানানো হবে বলে জানান মন্ত্রী।

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, আওয়ামী লীগ কখনো ধর্মবিদ্বেষী কোনো পদক্ষেপ নেয় না। 

এ সময় তিনি পাঠ্যবই নিয়ে কোনো অস্থিতিশীলতা তৈরির চেষ্টা না করারও আহ্বান জানান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫