লংকাবাংলা সিকিউরিটিজের ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন

প্রকাশ: জানুয়ারি ১৭, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটিবি) তালিকাভুক্ত একমাত্র কোম্পানি লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের ৩৬ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে গতকাল। গত বছরের ২৪ নভেম্বর কোম্পানিটি এটিবিতে তালিকাভুক্ত হয়েছে। আর চলতি বছরের জানুয়ারি থেকে এটিবির প্রথম কোম্পানি হিসেবে লেনদেন শুরু করেছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গতকাল লংকাবাংলা সিকিউরিটিজের মোট কোটি ৭০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬ কোটি লাখ টাকা। গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ২১ টাকা ২০ পয়সা।

অতালিকাভুক্ত তালিকাচ্যুত সিকিউরিটিজসহ করপোরেট বন্ড, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বেমেয়াদি মিউচুয়াল ফান্ড এটিবিতে তালিকাভুক্ত হতে পারবে। মূলত এখানে তালিকাভুক্তির মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শেয়ার ইউনিট লেনদেন করার সুযোগ পাওয়া যাবে। প্লাটফর্মে প্রাতিষ্ঠানিক ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা লেনদেন করতে পারবেন। এটিবিতে লেনদেনের ক্ষেত্রে কোম্পানিগুলোর কোনো ন্যূনতম মূলধনি সীমা বেঁধে দেয়া হয়নি। যৌথ মূলধনি কোম্পানি ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) নিবন্ধিত যেকোনো অতালিকাভুক্ত কোম্পানি প্লাটফর্মে শেয়ার লেনদেনের সুযোগ পাবে। তবে প্লাটফর্মের মাধ্যমে মূলধন বাড়ানোর সুযোগ থাকবে না। এখানে লেনদেনের ক্ষেত্রে টি+ নিষ্পত্তি হবে। বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনার ক্ষেত্রে ঋণ সুবিধাও পাওয়া যাবে। প্লাটফর্মে তালিকাভুক্ত হলে কোম্পানিগুলোকে বছরে একবার মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশ করতে হবে।

লংকাবাংলা সিকিউরিটিজ ছাড়াও বেঙ্গল মিট, এএফসি হেলথ প্রাণ এগ্রো প্লাটফর্মে তালিকাভুক্তির প্রক্রিয়ায় রয়েছে। গত বছরের মে মাসে এক সংবাদ সম্মেলনে ডিএসই জানিয়েছিল এটিবিতে দেশের ৭৬টি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড, ১৮টি ইকুইটি সিকিউরিটিজ ১৫টি ডেট সিকিউরিটিজ তালিকাভুক্তির জন্য প্রস্তুত রয়েছে।

তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটির ৯২ দশমিক ৩১ শতাংশ শেয়ার রয়েছে তালিকাভুক্ত কোম্পানিটির কাছে। এরই মধ্যে লংকাবাংলা সিকিউরিটিজের ১০ দশমিক ৮৩ শতাংশ বা কোটি ৬৯ লাখ হাজার ৩৩টি শেয়ার এটিবিতে ছাড়া হয়েছে। লংকাবাংলা সিকিউরিটিজের মোট শেয়ার রয়েছে ২৪ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৩২৬টি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫