ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স

প্রাতিষ্ঠানিক পড়ালেখার সুযোগ

প্রকাশ: জানুয়ারি ১৬, ২০২৩

ফিচার প্রতিবেদক

আধুনিক বিশ্ব ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন অধিকার করে আছে শিল্প। এর সঙ্গে জড়িত নানা আর্থিক প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠান চালিত হয় ব্যাংকিং ব্যবস্থা, ক্যাপিটাল মার্কেট বীমা ব্যবস্থাপনার মাধ্যমে। বিশ্বে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে শিক্ষাদানের মাধ্যমে আর্থিক খাতকে বহুমুখী করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে একাডেমিকভাবে নেয়া হয়েছে নানা উদ্যোগ। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অধিকাংশ পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। যদিও বিশ্ববিদ্যালয়ভেদে বিভাগের নামে কিছুটা ভিন্নতা আছে। কোনো বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, আবার কোনো বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ নামে বিভাগ চালু রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বাণিজ্য অনুষদের অধীনে একাডেমিক কাউন্সিল সিন্ডিকেটের সিদ্ধান্তে ২০০৪ সালে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ চালু করে। বিভাগে চার বছরের বিবিএ প্রোগ্রাম, এক বছরের এমবিএ প্রোগ্রাম, এমফিল, পিএইচডি, ডিবিএ, এমপিবি, এমএএস, ডিটিএম প্রোগ্রাম চালু রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৩ সালের ২৮ নভেম্বর ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ খোলা হলেও ২০১৪ সালে একাডেমিক কার্যক্রম শুরু করে। এখানে স্নাতক স্নাতকোত্তরসহ এমফিল পিএইচডি করার সুযোগ আছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবু বকর বলেন, বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টর খুবই অবহেলিত। এখানে দক্ষ জনশক্তি নেই। যদিও কিছু ফিল্ড ওয়ার্ক করা হয় নিয়ে, তবে তা পর্যাপ্ত নয়। তাই ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থীরা খুব সহজে বিষয়ে সঠিক জ্ঞান নিয়ে সেক্টরটিকে সহজেই এগিয়ে নিয়ে যেতে পারবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সালে বিভাগ চালু হয়। এখান থেকে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে স্নাতক, স্নাতকোত্তরসহ এমফিল, পিএইচডি করার সুযোগ আছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বলেন, এক্সপার্ট ব্যাংকার দক্ষ মানবশক্তি গড়তে বিভাগের জুড়ি নেই। এখান থেকে শিক্ষার্থীরা ব্যাংক বীমা সম্পর্কে যেসব জ্ঞান অর্জন করবে, তা তারা ব্যাংক বীমা খাতে প্রয়োগ করে দেশ তথা রাষ্ট্রের কল্যাণ সাধন করতে পারবে।

এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভাগ আছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫