সেন্সর ছাড়পত্র পেল ‘জেকে ১৯৭১’

প্রকাশ: জানুয়ারি ১৩, ২০২৩

ফিচার প্রতিবেদক

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে শরণার্থী হয়েছিলেন অনেকে। এদের মধ্যে ছিল শিশুরাও। শিশুদের সহায়তা করতে চেয়েছিলেন এক ফরাসি যুবক। এ জন্য ফ্রান্সের অর্লি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান ছিনতাই করেছিলেন ফরাসি যুবক জ্যঁ কুয়ে। এই ঐতিহাসিক ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে দেশের প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘জেকে ১৯৭১’। সিনেমাটি পরিচালনা করেছেন ফাখরুল আরেফিন খান। চলতি সপ্তাহেই এটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। বিষয়টি নিশ্চিত করে সেন্সর বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দিন বলেন, ‘‌সোমবার বিকালে চলচ্চিত্রটি দেখেছেন বোর্ডের সদস্যরা। দেখার পর ছবিটি আনকাট পাস করেছেন তারা। আমার দেখা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরি সিনেমাগুলোর মধ্যে এটি অন্যতম। আমার বিশ্বাস সিনেমাটি সব শ্রেণীর দর্শকের কাছেও ভালো লাগবে।’

গত মঙ্গলবার সন্ধ্যায় সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছেন সিনেমাটির পরিচালক ফাখরুল আরেফিন খান। তিনি বলেন, ‘সেন্সর বোর্ড সদস্যরা ছবিটি দেখে তাদের মতামত জানিয়েছেন। আমরা আশা করছি দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি শিগগিরই মুক্তি পাবে।’ অন্যদিকে, আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ আয়োজনের উদ্বোধনী সিনেমা ‘জেকে ১৯৭১’। এছাড়া এ আয়োজনে বাংলাদেশ প্যানোরামা শাখায় ‘জেকে ১৯৭১’ প্রতিযোগিতা করবে। এ শাখায় বাংলাদেশের সিনেমাগুলোকে তুলে ধরা হয়। ফাখরুল আরেফিন খান বলেন, ‘এটা আমার জন্য প্রথম অভিজ্ঞতা। আন্তর্জাতিক উৎসবের উদ্বোধনী সিনেমা মানে অনেক সম্মানের বিষয়। ভালো লাগছে। ফরাসি যুবক জ্যঁ কুয়েকে দেশের মানুষের ভালোবাসার জায়গায় নিয়ে যেতে চেয়েছি। উৎসবে দেশ-বিদেশের পরিচালক, সমালোচক থাকবেন, দেশের অনেক দর্শক সিনেমাটি দেখবেন। স্বাধীনতার ৫১ বছর পর এমন একটি গল্প দর্শককে দেখানো আমার জন্য আরেকটি নতুন অভিজ্ঞতা হবে।’

জেকে ১৯৭১ এরই মধ্যে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা ঐতিহাসিক সিনেমার পুরস্কার। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের শুভ্র সৌরভ দাশ। পাইলটের ভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী। এছাড়া আরো রয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, ইন্দ্রনীল প্রমুখ। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫