ইফাদ অটোজের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশ: জানুয়ারি ০৫, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোজ লিমিটেডের ৩০০ কোটি টাকার ফ্লোটিং রেটবিশিষ্ট কুপন বিয়ারিং করপোরেট বন্ড ইস্যুর প্রস্তাবে শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৫০তম কমিশন সভায় গতকাল অনুমোদন দেয়া হয়।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইফাদ অটোজের পাঁচ বছর মেয়াদি ৩০০ কোটি টাকার নন-কনভার্টেবল, সিকিউরড, ফুললি রিডেমেবল, ফ্লোটিং রেটবিশিষ্ট কুপন বিয়ারিং করপোরেট বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিশন। বন্ডের সর্বনিম্ন কুপন হার শতাংশ ইউনিটপ্রতি অভিহিত মূল্য টাকা। আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, করপোরেট উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করা হবে। বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ কোম্পানিটি তাদের সহযোগী প্রতিষ্ঠান ইফাদ মাল্টিপ্রডাক্টস লিমিটেডে বিনিয়োগের পাশাপাশি নিজস্ব কোম্পানি চলতি মূলধনে বিনিয়োগ করবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ইসি সিকিউরিটিজ লিমিটেড। আর লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হওয়ার শর্ত দেয়া হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫