প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে এসকোয়্যার নিট

প্রকাশ: জানুয়ারি ০৫, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

আট বছর মেয়াদি ফুললি রিডিমেবল, নন-কনভার্টিবল, কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসকোয়্যার নিট কম্পোজিট লিমিটেড। পাশাপাশি কোম্পানিটির নাম পরিবর্তন করে এসকোয়্যার নিট কম্পোজিট পিএলসি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ১০ টাকা ফেস ভ্যালুর ১০ কোটি প্রেফারেন্স শেয়ারের বিপরীতে ১০০ কোটি টাকা ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে এসকোয়্যার নিট কম্পোজিটের পর্ষদ। অর্থের মধ্যে ৬৫ কোটি টাকা দিয়ে প্রকল্প সম্প্রসারণ সংশ্লিষ্ট কাজের জন্য যন্ত্রপাতি ক্রয় করা হবে। আর ৩৫ কোটি টাকা কোম্পানিটির উচ্চ সুদে নেয়া ঋণ পরিশোধ করা হবে। উৎপাদন সক্ষমতা বৃদ্ধি আর্থিক খরচ কমানোর জন্য প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। শেয়ার ইস্যুর ১৮ মাস পরবর্তী প্রত্যেক ছয় মাস অন্তর বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ অবসায়ন করতে পারবেন। প্রেফারেন্স শেয়ারের জন্য প্রত্যেক অর্ধবার্ষিকে লভ্যাংশ দেয়া হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫