ঢাকায় জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি

প্রকাশ: ডিসেম্বর ২৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। ঢাকায় জাপান দূতাবাস জানিয়েছে, রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে পরিচয় পত্র পেশ করেছেন জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত।

জানা গিয়েছে, বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে গতকাল সোমবার ২৬ ডিসেম্বর সন্ধ্যায় পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল ইওয়ামা কিমিনোরিকে গার্ড অব অনার প্রদান করে।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী এবং বাণিজ্য বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ দেশ। মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কারিগরি ও আর্থিক সহযোগিতা দেয়ার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫