মিরপুর টেস্ট

মুমিনুলের হাফসেঞ্চুরির পরও বাংলাদেশের ২২৭

প্রকাশ: ডিসেম্বর ২২, ২০২২

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশ প্রথম সেশনেই হারায় দুই ওপেনারকে মধ্যাহ্ন ভোজের বিরতির পর প্রথম বলে অধিনায়ক সাকিব আল হাসানকেও হারায় স্বাগতিকরা অভিজ্ঞ মুশফিকুর রহিম আশা দেখিয়েও ২৬ রান করে ফিরেছেন সাজঘরে আর লিটন দাস আগ্রাসী খেলতে গিয়ে জীবন দেন ২৫ রানে

 

সতীর্থদের এই আসা যাওয়ার মাঝে ব্যতিক্রম ছিলেন মুমিনুল হক সৌরভ ভাগ্যক্রমে দলে সুযোগ পাওয়া এই বামহাতি ব্যাটারই আজ হাফসেঞ্চুরি করে দলকে টানেন যদিও তার ৮৪ রানের ইনিংসের পরও বাংলাদেশ গুটিয়ে গেছে ২২৭ রানে

 

চা-বিরতির সময় বাংলাদেশ দলের সংগ্রহ ছিল উইকেটে ১৮৪ রান মুমিনুল ৬৫ মেহেদী হাসান মিরাজ রানে অপরাজিত ছিলেন এরপর দুজন মিলে সংগ্রহটা দুশ পার করলেও একটি পর্যায়ে ১৪ রানে উইকেটের পতন ঘটে স্বাগতিকদের উমেশ যাদবের পেস আর রবিচন্দ্র অশ্বিনের ঘূর্ণিতে বেসামাল বাংলাদেশ কোনো লড়াই- করতে পারেনি সময়

 

দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত জাকির হাসান সকালে এক ঘণ্টা দারুণভাবে কাটিয়ে দেয়ার পর ১৫তম ওভারে প্রথম উইকেটের পতন ঘটে জয়দেব উনাড়কাতের বলে লোকেশ রাহুলকে চতুর্থ স্লিপে ক্যাচ দেন চট্টগ্রামে নিজের অভিষেক টেস্টের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করে ইতিহাস গড়া জাকির আজ তিনি ৩৪ বলে ১৫ রান করেন পরের ওভারের দ্বিতীয় বলে রবিচন্দ্র অশ্বিন লেগ বিফোরের ফাঁদে ফেলেন শান্তকে ৫৭ বলে ২৪ রান করে বিদায় নেন তিনি

 

মধ্যাহ্ন ভোজের পর খেলা শুরু হলে উমেশ যাদবের প্রথম বলেই মিড অফে চেতেশ্বর পুজারাকে ক্যাচ দেন সাকিব এরপর মুমিনুলকে নিয়ে চতুর্থ উইকেটে বোর্ডে ৪৮ রান যোগ করে উনাড়কাতের শিকার হন মুশফিক উইকেটের পেছনে ঋষভ পন্তকে ক্যাচ দেন সাবেক অধিনায়ক তিনি ৪৬ বলে ২৬ রান করেন

 

এরপর মুমিনুলের সঙ্গে যোগ দেয়া লিটন দাস ওয়ানডে মেজাজে ব্যাট করছিলেন এর খেসারত হিসেবে ২৬ বলে ২৫ রান করে তাকে ফিরতে হয় সাজঘরে অশ্বিনের ফুল লেংথের বল মারতে গিয়ে লোকেশ রাহুলকে ক্যাচ দেন তিনি পঞ্চম উইকেটে ৪৭ বলে ৪২ রান যোগ করেন মুমিনুল লিটন

 

বাংলাদেশের সংগ্রহ দুশ পার হওয়ার পর নিজের টানা দুই ওভারে মিরাজ নুরুল হাসান সোহানকে ফেরান উমেশ মিরাজ ক্যাচ দেন উইকেটকিপারকে, আর নুরুল পড়েন লেগ বিফোরের ফাঁদে এরপর তাসকিন আহমেদকে নিয়ে সেঞ্চুরি পূর্ণ করার কথাই হয়তো ভাবছিলেন মুমিনুল কিন্তু তাসকিন উমেশের গতির বলে পয়েন্টে ক্যাচ দেন মোহাম্মদ সিরাজকে

 

একের পর এক সঙ্গী হারিয়ে হয়তো হতাশা পেয়ে বসে মুমিনুলকে তাইতো অশ্বিনের লেংথ বলটি ছাড়তে চেয়েও দেরি করেন তিনি, ফলে বলটি তার গ্লাভস ছুঁয়ে আশ্রয় নেয় উইকেটকিপার ঋষভ পন্তের হাতে একই ওভারের পঞ্চম বলে অশ্বিনের কাছে খালেদ আহমেদের অসহায় আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশ ইনিংস

 

এরপর ওভারে বিনা উইকেটে ১৯ রান তুলে প্রথম দিন মাঠ ছাড়ে ভারত শুভমান গিল ১৪ লোকেল রাহুল রানে অপরাজিত রয়েছেন তাসকিন আহমেদ সাকিব ভালো বোলিং করলেও উইকেট তুলে নিতে পারেননি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫