অপেক্ষার পালা শেষে কারাগার আসছে ক্যাফে ডিজায়ারও

প্রকাশ: ডিসেম্বর ২২, ২০২২

ফিচার প্রতিবেদক

সময়ের সঙ্গে জনপ্রিয়তা বাড়ছে ওটিটি প্লাটফর্মের। বাড়ছে ওটিটির সংখ্যাও। বিদেশের ওটিটি মাধ্যমগুলোও জনপ্রিয়তা পাচ্ছে আমাদের দেশে। এ প্রতিযোগিতায় টিকে থাকতে প্রতিনিয়ত নতুন কনটেন্ট নিয়ে হাজির হচ্ছে ওটিটি প্লাটফর্মগুলো। দর্শকের আগ্রহের কারণে নির্মিত হয় কনটেন্টের একাধিক পর্ব। সে ধারাবাহিকতায় দর্শকপ্রিয় হইচইয়ে এসেছে চঞ্চল চৌধুরীর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কারাগার পার্ট টু’-এর অরিজিনাল স্ট্রিমিং। গত আগস্টে মুক্তি পায় ওয়েব সিরিজ কারাগার পার্ট ওয়ান। সিরিজটি দুই বাংলায়ই দর্শকের কাছে সমাদর পায়।

কারাগারের প্রথম পর্বে দেখানো হয়েছিল আকাশনগর সেন্ট্রাল জেলের গল্প, যেখানে জেলটির ১৪৫ নম্বর সেলে আবির্ভাব হয়েছিল এক রহস্য মানবের, যার চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী। তাকে ঘিরেই রহস্য আবর্তিত হয়েছে। কারাকক্ষটি ৫০ বছর ধরে তালাবদ্ধ ছিল। সে রহস্যমানবের রহস্য ঘনীভূত হয়ে এমন এক জায়গায় শেষ হয়েছিল, যেখানে দর্শকরা হয়েছিল বিহ্বল, জন্ম হয়েছিল অনেক প্রশ্নের। আর সে প্রশ্নগুলোর জবাব দিল কারাগারের দ্বিতীয় কিস্তি। এ অংশের রহস্যের জট এগিয়ে নিয়ে যাবেন চঞ্চল। এতে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে তাকে। চঞ্চল চৌধুরী ছাড়া কারাগারে আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জয়ন্ত চট্টোপাধ্যায়, তাসনিয়া ফারিণ, এফএস নাঈম, আফজাল হোসেন, বিজরী বরকতুল্লাহ, তানভিন সুইটি, শতাব্দী ওয়াদুদ, আব্দুল্লাহ আল সেন্টু, একে আজাদ সেতু, নওফেল জিসানসহ আরো অনেকে।

এর পরিচালক সৈয়দ আহমেদ শাওকী বলেন, ‘‌কারাগারে আমি এমন এক গল্প বলতে চেয়েছি, যা আমাদের সামনে খুব বেশি উঠে আসেনি, কিন্তু গল্পের গভীরে একটি নির্মম সত্য আছে। দেশ-বিদেশের দর্শক যেভাবে কারাগারকে ভালোবেসে গ্রহণ করেছে, তাতে আমি উদ্বেলিত। আমরা বিশ্বাস করি, কারাগারের দ্বিতীয় পর্ব দর্শকের প্রত্যাশার সঠিক মূল্যায়ন করবে।’

অন্যদিকে, আজ রাত ৮টায় দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকিতে আসছে ওয়েব ফিল্ম ‘‌ক্যাফে ডিজায়ার’। কথাসাহিত্যিক শিবব্রত বর্মনের গল্প অবলম্বনে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন রবিউল আলম রবি। এতে একজন বিদ্যুৎ অফিসের কর্মকর্তার চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনারকে। এ নিয়ে তিনি বলেন, ‘অনেক কষ্ট করে কাজটা করেছি। পুরো দুই রাত জেগে আমাদের শুটিং করতে হয়েছে। কষ্ট হলেও এটা উপভোগ্য ছিল। গল্পটা মূলত মানুষের ছয় রিপুর গল্প। আশা করছি, ভিন্নধর্মী ওয়েব ফিল্মটি দর্শকের জন্য উপভোগ্য হবে।’

মনস্তাত্ত্বিক সম্পর্কের গল্প নিয়েই এ ওয়েব ফিল্ম। এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সোহেল মন্ডল, তমা মির্জা, খাইরুল বাশার, শ্যামল মাওলা, সানজিদা প্রীতি, সারিকা সাবরিন, আইশা খানসহ আরো অনেকেই।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫