শেয়ার বিক্রি করবে মুন্নু সিরামিকের করপোরেট পরিচালক

প্রকাশ: ডিসেম্বর ২০, ২০২২

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের করপোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন কোম্পানিটির লাখ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল তথ্য জানিয়েছে সিরামিক খাতের কোম্পানিটি।

তথ্য অনুসারে, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাছে বর্তমানে মুন্নু সিরামিকের মোট কোটি ২১ লাখ ৩৯ হাজার ৭৭টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে ঘোষণাকৃত লাখ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে করপোরেট পরিচালক। ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিদ্যমান বাজারদরে উল্লেখিত শেয়ার বিক্রি করা হবে।

১৯৮৩ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৭ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৭৫ কোটি ৪১ লাখ টাকা। কোম্পানির মোট সংখ্যা কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৩১৭।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫