বিতর্ক

সেরা বিতার্কিক আইবিএর আয়মান

প্রকাশ: ডিসেম্বর ১২, ২০২২

ফিচার প্রতিবেদক

স্কুলে পড়াশোনার সময় সবচেয়ে বেশি মনোযোগ ছিল বিতর্ক, কুইজ অলিম্পিয়াডে। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ, সলিমুল্লাহ মুসলিম হল এবং সবশেষ ঢাবির আইবিএএক দশক তর্কের দেয়াল ভেঙেছেন যুক্তির মঞ্চ বিতর্কে। জাতীয় পর্যায়ে অর্জনের ঝুলিতে রয়েছে আন্তঃকলেজ, বিশ্ববিদ্যালয় উন্মুক্ত প্রতিযোগিতায় ৩৭টি চ্যাম্পিয়নশিপ, ১৯টি রানার্স আপ, ডিবেটার অব দ্য টুর্নামেন্ট বা টুর্নামেন্টের সেরা বিতার্কিক হয়েছেন ২১ বার। বছরই টানা পাঁচটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে সব বিতার্কিককে পেছনে ফেলে হয়েছেন সেরা বিতার্কিক। সাফল্যের গল্পটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষার্থী মো. আয়মানুল ইসলামের।

শুধু বিতর্কে জয়লাভই নয়, কাজ করছেন বিতর্কের প্রশিক্ষক হিসেবেও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি দলের প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন, বর্তমানে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। বিতর্ককে ছড়িয়ে দিতে যুক্ত হয়েছেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের বিতর্ক কর্মশালা সম্পাদক হিসেবে। চলতি বছর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, আহ্ছানউল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দৃষ্টি চট্টগ্রাম বিতর্ক উৎসব, ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত পাঁচটি বিতর্ক প্রতিযোগিতায় টানা ডিবেটার অব দ্য টুর্নামেন্ট বা টুর্নামেন্টের সেরা বিতার্কিক আয়মান। এছাড়া ছাত্রজীবনে বুয়েট, আইবিএ জাবি, রাজউক কলেজ, আইএলও, বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি আয়োজিত বিতর্ক উৎসবে ফাইনালের সেরা বক্তা হয়েছেন ১৫ বার।

বাংলাদেশ ব্যাংক এবং আইএলও আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায়ও হয়েছেন চ্যাম্পিয়ন। এছাড়া গত এক দশকে ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আইবিএ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, আহ্ছানউল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রতিযোগিতায় ৩৭টি চ্যাম্পিয়নশিপসহ ১৯টি রানার্স আপ তার দখলে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে বিতর্ক করা সব সময়ই গৌরবের। তবে বিতর্কের সেরা স্মৃতিগুলো থাকবে আইবিএর হয়ে’—হাসিমুখে জানালেন আয়মান। কোনো নির্দিষ্ট বিতর্কের আইডল নয়, একাধিক বিশ্ববিদ্যালয়ের অগ্রজ বিতার্কিকদের অনুসরণের চেষ্টা করেছেন। আয়মান জানান, বিতর্ক থেকে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি দৃঢ় আত্মবিশ্বাস।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫