কোহিনূর কেমিক্যালসের শেয়ারদর কমেছে ১৫%

প্রকাশ: ডিসেম্বর ১১, ২০২২

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোহিনূর কেমিক্যালস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রায় ১৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি। মূলত লভ্যাংশ নির্ধারণসংক্রান্ত রেকর্ড ডেট শেষে সময়ে দর সংশোধন হয়েছে শেয়ারটির। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গিয়েছে।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পষর্দ। এর মধ্যে ২০ শতাংশ নগদ ২০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ঘোষিত লভ্যাংশ আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বছরের ২২ ডিসেম্বর বিকাল ৪টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। -সংক্রান্ত রেকর্ড ডেট ছিল নভেম্বর। এরপর গত সপ্তাহের রোববার থেকে স্বাভাবিক নিয়মে লেনদেনে শুরু করে কোম্পানিটি। সেদিন একদিনেই শেয়ারটির দর ৬১ টাকা ৫০ পয়সা বা ১৩ দশমিক ৪৯ শতাংশ কমে যায়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের প্রথম কার্যদিবসের ৪৫৫ টাকা ৯০ পয়সার শেয়ারটি সপ্তাহ শেষে ৬৮ টাকা ২০ পয়সা কমে দাঁড়িয়েছে ৩৮৭ টাকা ৭০ পয়সায়। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৪ দশমিক ৯৬ শতাংশ। গত সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির ১০ হাজার ২০৬টি শেয়ার লেনদেন হয়েছে।

২০২১-২২ হিসাব বছরে কোহিনূর কেমিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৪১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা ১৭ পয়সা (পুনর্মূল্যায়িত) বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৪৯ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৪৮ টাকা ৩৩ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোহিনূর কেমিক্যালস।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫