নৌবাহিনীর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক ফ্লিট রিভিউ সম্পন্ন

প্রকাশ: ডিসেম্বর ০৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় সম্পন্ন হলো আন্তর্জাতিক ফ্লিট রিভিউ ২০২২। অনুষ্ঠানের সমাপনী দিনে আয়োজনকে স্মরণীয় রাখতে বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজসমুহের অংশগ্রহণে বঙ্গোপসাগরে ফটো এক্সারসাইজ অনুষ্ঠিত হয়।

বিশ্বের ২৮টি দেশের নৌবাহিনীর প্রধান/উচ্চপদস্থ নৌ প্রতিনিধিগণ এবং বাংলাদেশ নৌবাহিনীসহ বিশ্বের ০৭টি দেশের উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট এবং হেলিকপ্টার এই আইএফআর এ অংশগ্রহণ করে।

আইএফআর ২০২২ উপলক্ষে ফ্লিট রিভিউ এর পাশাপাশি অংশগ্রহণকারী বিদেশী নৌপ্রধান ও উচ্চপদস্থ প্রতিনিধিগণ মেরিটাইম সেমিনার ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। এসময় সামুদ্রিক জাতিসত্তার এই মিলনমেলায় অংশগ্রহণকারী দেশসমূহের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধিতে ও অর্থনৈতিক সমৃদ্ধ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হয়।

এর আগে গত ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে আইএফআর ২০২২ এর শুভ উদ্বোধন করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫