গোলাপবাগে সমাবেশের জন্য সিটি করপোরেশনের অনুমতি নেয়নি বিএনপি

প্রকাশ: ডিসেম্বর ০৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক

গোলাপবাগ মাঠে সমাবেশ করার জন্য বিএনপির কাছ থেকে এখনো কোনো আবেদন পায়নি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)। সেখানে সমাবেশের অনুমতি দেয়া হবে কিনা আবেদন পাওয়ার পর সিদ্ধান্ত জানাবে দক্ষিণ সিটি।

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাদসিক জানিয়েছে, গোলাপবাগ খেলার মাঠের উন্নয়নে একটি প্রকল্প চলমান রয়েছে। চলমান প্রকল্প শেষের পথে। এমন অবস্থায় খেলার মাঠে রাজনৈতিক সমাবেশ আয়োজন করা হলে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া মাঠটি শুধু খেলাধুলার উপযোগী করে বানানো হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, বিএনপির সমাবেশের ভেন্যু নিয়ে গত কয়েকদিন ধরেই বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়েছে। সবশেষ রাজধানীর গোলাপবাগ মাঠে তাদের সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। এর আগে সমাবেশের স্থান হিসেবে বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় পছন্দ করলেও পুলিশ অনুমতি দেয়নি। পরে এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহতও হন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫