শনিবার ফ্রান্স-ইংল্যান্ড লড়াই

ম্যাচে ব্যবধান গড়বেন এমবাপ্পে: দেশম

প্রকাশ: ডিসেম্বর ০৯, ২০২২

ক্রীড়া প্রতিবেদক

শনিবার আল খোরের আল বাইত স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ইংল্যান্ড ম্যাচের আগে প্রতিপক্ষ ইংল্যান্ড দলকে সমীহ করেই কথা বলেছেন ফ্রান্সের হয়ে ২০১৮ সালের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম একইসঙ্গে নিজের দলের সুযোগ সম্ভাবনা নিয়েও তিনি আত্মবিশ্বাসী দেশম মনে করেন, প্রতিপক্ষ যত পরিকল্পনাই করুক না কেন, কিলিয়ান এমবাপ্পে মাচে ব্যবধান গড়ে দেবেন

 

এরই মধ্যে গোল করেছেন এমবাপ্পে ফ্রান্স দলের এমবাপ্পে-নির্ভরতা নিয়ে দেশম বলেন, ইংল্যান্ড হয়তো এমবাপ্পের জন্য প্রস্তুতি নেবে, কিন্তু সে তার অবস্থানে থেকেই ব্যবধান গড়ে দেবে আমাদের আরো খেলোয়াড় আছে, কিন্তু কিলিয়ান তো কিলিয়ানই এবং সে ব্যবধান তৈরি করার সামর্থ্য রাখে

 

আজ সংবাদ সম্মেলনে নকআউট ম্যাচের চাপ নিয়ে দেশম বলেন, এটা প্রত্যেক দলের জন্যই সত্য, বিজয়ীরাই সব পায় একজন খুশি হবে, আরেকজন বাড়ি ফিরবে টুর্নামেন্টে যতদূর যাওয়া যাবে ম্যাচগুলো ততই চিত্তাকর্ষক আর জমজমাট হয় আমার খেলোয়াড়রা আরো অনেকদূর যেতে চায় এটা দারুণ এক সুযোগ, তবে অনেকদূর যেতে হলে আপনার ভিত শক্ত হতে হবে

 

ইংল্যান্ড দলের কোনো দুর্বলতা নেই বলে মনে করেন দেশম ফরাসি কোচ বলেন, তাদের কোনো দুর্বলতা নেই সব দলেরই শক্তির জায়গা থাকে, সবার খুব বেশি দুর্বলতা থাকে না, কিন্তু শক্তির জায়গায় কারো কারো খানিকটা ঘাটতি থাকে ইংল্যান্ড তো আমাদের চারটি ম্যাচ খেলতে দেখেছে দিনশেষে আপনাকেই চিহ্নিত করতে হবে, কোথায় আপনি আক্রমণ করবেন

 

ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটেরও ভূয়সী প্রশংসা করেন দেশম

 

শনিবার রাত ১টায় ফ্রান্স-ইংল্যান্ড লড়াই তার আগে রাত ৯টায় পর্তুগালের মুখোমুখি হবে মরক্কো


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫