নতুন খসড়া আইন

নিউজ কনটেন্ট সরিয়ে দেয়ার হুমকি মেটার

প্রকাশ: ডিসেম্বর ০৯, ২০২২

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রে প্লাটফর্ম থেকে সংবাদভিত্তিক সব ধরনের কনটেন্ট সরিয়ে দেয়ার হুমকি দিয়েছে মেটা। দেশটির সরকার নতুন খসড়া আইন প্রস্তাব করেছে, যেটা কার্যকর হলে স্থানীয় গণমাধ্যমগুলো ফেসবুকে শেয়ার হওয়া কনটেন্টের জন্য ফি আদায় করতে পারবে। আইন রুখতেই মেটার হুমকি। খবর বিবিসি।

গত বছর অস্ট্রেলিয়ায়ও একই ধরনের আইন পাস হয়েছিল। এরপর সেখানে স্বল্প পরিসরে সংবাদ প্রকাশ বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছিল। মেটা আরো জানায়, প্রকাশকরা তাদের স্বার্থের জন্যই প্লাটফর্মে সংবাদের বিষয়বস্তু শেয়ার করে। মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন জানান, জাতীয় নিরাপত্তা আইনের অংশ হিসেবে কংগ্রেস যদি হঠকারী সাংবাদিকতা আইন পাস করে, তবে আমরা আমাদের প্লাটফর্ম থেকে সব সংবাদ মুছে দেয়ার কথা ভাবতে বাধ্য হব।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫