নভেম্বরে রাশিয়ার গাড়ি বিক্রি কমেছে ৬১.৬ শতাংশ

প্রকাশ: ডিসেম্বর ০৯, ২০২২

বণিক বার্তা ডেস্ক

রাশিয়ার গাড়ি বিক্রি নিম্নমুখী রয়েছে। নভেম্বরে সংকোচনের হার আরো ত্বরান্বিত হয়েছে। গত মাসে দেশটিতে নতুন গাড়ি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৬১ দশমিক শতাংশ সংকুচিত হয়েছে। মূলত ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ চাহিদায় পতনের কারণে দেশটির অটোমোবাইল খাত ক্ষতির সম্মুখীন হয়েছে। দি অ্যাসোসিয়েশন অব ইউরোপিয়ান বিজনেসেস (এইবি) তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিলে রাশিয়ার গাড়ি বিক্রি সংকুচিত হতে শুরু করে। এমনকি কয়েকটি বিদেশী গাড়ি উৎপাদনকারী সংস্থা দেশটিতে উৎপাদন কার্যক্রম স্থগিত করে দেয়।

এইবি জানায়, নভেম্বরে রাশিয়ায় ৪৬ হাজার ৪০৩ ইউনিট নতুন গাড়ি বিক্রি হয়েছে। যেখানে ২০২১ সালের একই সময়ে গাড়ি বিক্রির পরিমাণ ছিল লাখ ২০ হাজার ইউনিট। ফলে সামগ্রিক হিসাবে চলতি বছর নতুন গাড়ি বিক্রির পরিমাণ ৬০ দশমিক শতাংশ কমেছে।

এদিকে দেশটির অর্থনৈতিক বিশ্লেষকরা জানান, সীমিত চাহিদা, জীবনযাত্রার মানের পতন এবং উচ্চমূল্যস্ফীতিও রাশিয়ার অটোমোবাইল খাতটিকে ক্ষতির দিকে ঠেলে দিয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫