হাত ব্যাগে আস্ত কুকুর, ধরা পড়ল বিমানবন্দরে

প্রকাশ: ডিসেম্বর ০৮, ২০২২

বণিক বার্তা অনলাইন

যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) কর্মীরা এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। বিমানবন্দরে তল্লাশির সময় মার্শাল আর্টে ব্যবহৃত ছয়টি নানচাকু ও বেশকিছু ধারালো চাকুর সঙ্গে ধরা পড়েছে ব্যাগে লুকিয়ে রাখা আস্ত কুকুর। খবর সিএনএন।

গ্রেট লেক অঞ্চলের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে গত মঙ্গলবার বিকেলে (৬ ডিসেম্বর) এক পোস্টে জানানো হয়, এ সপ্তাহে উইসকনসিনের ম্যাডিসনের ডেন কাউন্টি আঞ্চলিক বিমানবন্দরের এক্স-রে চেকিং পয়েন্টে একটি কুকুর পাওয়া গিয়েছে।

অবশ্য ব্যাগে প্রাণী ধরা পড়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে চলতি বছরের নভেম্বরে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে স্যুটকেসের ভেতরে একটি বিড়াল ধরা পড়েছিল। বিড়ালটিকে জীবিত উদ্ধারের পর তাকে ‘থ্যাঙ্কসগিভিং ডিনার’ দেয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের অধিকাংশ এয়ারলাইন্স পোষা প্রাণীসহ ভ্রমণের জন্য মোটা অঙ্কের ফি আদায় করে থাকে। কখনো কখনো বিমান ভাড়াও দাবি করে বসে।

পোষা প্রাণীর জন্য একমুখী ভ্রমণে আমেরিকান এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্স ১২৫ ডলার ভাড়া নিয়ে থাকে। এছাড়া সাউথওয়েস্ট ও ডেল্টা এয়ারলাইন্সের ভাড়া ৯৫ ডলার।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫