সিএনজিকে ট্রেনের ধাক্কা কুমিল্লায় নিহত ৪

প্রকাশ: ডিসেম্বর ০৭, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ চারজন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরো এক যাত্রী। নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ খিলা তুগুরিয়া এলাকার একটি রেলক্রসিংয়ে গতকাল সকালে দুর্ঘটনাটি ঘটে। 

রেলওয়ে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা লাকসামগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের সামনে হঠাৎ করেই চলে আসে সিএনজি অটোরিকশাটি। ট্রেনের ধাক্কায় সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার যাত্রী মাকসুদুর রহমান (৬৫), মোহাম্মদ হাবিব (২২) মইফুল বেগম (৩৫) হাসপাতালে নেয়ার পর মারা যান অটোরিকশাচালক শহিদুল ইসলাম (৪০)

লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক আবুল হোসেন জানান, সিএনজি অটোরিকশাটি মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়নের মুন্সিরহাট বাজার থেকে খিলাবাজারের দিকে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। মরদেহ তাদের স্বজনরা নিয়ে গিয়েছেন। দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি সরিয়ে নিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫