পাঁচ বছরে দ্বিগুণ হবে বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা

প্রকাশ: ডিসেম্বর ০৭, ২০২২

বণিক বার্তা ডেস্ক

আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা দ্বিগুণ হতে যাচ্ছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে সৃষ্ট বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন বাড়াতে জোর দিয়েছে দেশগুলো। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বার্ষিক প্রতিবেদনে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

আইইএ জানিয়েছে, আগামী পাঁচ বছরে বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা হাজার ৪০০ গিগাওয়াট বাড়বে বলে আশা করা হচ্ছে। এটি বর্তমানে চীনের সমগ্র বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার সমান। ২০২৭ সাল নাগাদ মোট নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা হাজার ৬৪০ গিগাওয়াটে উন্নীত হবে। বৃদ্ধির হার গত বছরের পূর্বাভাসের তুলনায় ৩০ শতাংশ বেশি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইউরোপে জ্বালানি সরবরাহে লাগাম টেনেছে মস্কো। পরিস্থিতিতে বিশ্বজুড়েই জ্বালানি সংকট তৈরি হয়েছে। বেড়ে গিয়েছে গ্যাস জ্বালানি তেলের দাম। ফলে বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র, চীন ভারত আগের পরিকল্পনার চেয়ে আরো দ্রুত নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়াতে নীতি সংস্কারের পথে হাঁটছে।

আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন, নবায়নযোগ্য জ্বালানি এরই মধ্যে দ্রুত সম্প্রসারিত হতে শুরু করেছে। বিশ্বব্যাপী জ্বালানি সংকট এক্ষেত্রে সহায়তা করেছে। কারণ দেশগুলো তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায়। গত ২০ বছরে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন যে পরিমাণে বেড়েছে, একই পরিমাণ উৎপাদন আগামী পাঁচ বছর বাড়তে চলেছে।

২০২৫ সালের শুরুর দিকে কয়লাকে ছাড়িয়ে বিশ্বজুড়ে বিদ্যুতের বৃহত্তম উৎস হয়ে উঠবে নবায়নযোগ্য জ্বালানি। ২০২৭ সালের মধ্যে সৌরশক্তি উৎপাদন প্রায় তিন গুণ বাড়বে। একই সময়ে বায়ুবিদ্যুৎ উৎপাদন বাড়বে প্রায় দ্বিগুণ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫