শিরিন আবু আকলেহ হত্যা মামলা আইসিসিতে

প্রকাশ: ডিসেম্বর ০৬, ২০২২

বণিক বার্তা অনলাইন

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত সাংবাদিক শিরিন আবু আকলেহর বিচারের দাবি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) আল জাজিরা টেলিভিশন এ তথ্য জানিয়েছেন। 

দোহাভিত্তিক চ্যানেলটি জানায়, নতুন সাক্ষ্য প্রমাণ ও ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে, আবু আকলেহ ও তার সহকর্মীদের সরাসরি গুলি করেছে ইসরায়লি বাহিনী। 

৫১ বছর বয়সী আবু আকলেহ ছিলেন প্যালেস্তিনিয়ান-আমেরিকান সাংবাদিক। গত ১১ মে পশ্চিম তীরের জেনিন শহরে সংবাদ সংগ্রহকালে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হন তিনি। 

গত সেপ্টেম্বরে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর ছোড়া ভুল গুলিতে আবু আকলেহর মৃত্যু হয়ে থাকতে পারে। 

কিন্তু ইসরায়েলের এ দাবি মানেনি আল জাজিরা। সংবাদমাধ্যমটির মতে, আবু আকলেহকে ইসরায়েলি বাহিনী সরাসরি গুলি করে হত্যা করেছে, এতে কোনো সন্দেহ নেই। আল জাজিরা ছাড়াও সংবাদ সংস্থা এনএন, অ্যাসোসিয়েটেড প্রেস, ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস তাদের নিজস্ব অনুসন্ধানে জানতে পেরেছে, আবু আকলেককে ইসরায়েলি বুলেটের দ্বারাই হত্যা করা হয়েছে। 



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫